OTHERS

কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো বিহান মিউজিক থেকে বই ও সিডি

প্রকাশিত হলো বিহান মিউজিক থেকে অনিতেনদু মোদক এর লেখা বই

শ্রীরামকৃষ্ণ গীতামৃত। বইটি প্রকাশ করেন বিশ্ব ভারতীর উপাচার্য সবুজ কলি সেন, লেখক রামকুমার মুখার্জী। সকলেই এই সময়ের খুব ভালো বই ও বই এর সারমর্ম উল্লেখ করেন। বিহান থেকে প্রকাশিত ৩৯৫ পাতার এই প্রথম খন্ড টির দাম ৪০০ টাকা
ওই একই অনুষ্ঠানে প্রকাশিত হয় শিল্পী শান্তনু সেনগুপ্ত ও অনুমিতার রবীন্দ্র সংগীত এর সিডি প্রভাতের পথিক। এই সিডি তে ৮টি রবীন্দ্র সংগীত আছে। গান গুলো শিল্পী রা ভালো গিয়েছেন

সিডিটি উদ্ভোদন করেন শ্রীকুমার চ্যাটার্জী, স্বপন চ্যাটার্জী, দীপঙ্কর আচায,দেবাশিস বসু, বিহান মিউজিক এর কর্ণধার নবনীতা ব্যানার্জী। এই সিডি টির দাম ১২৫ টাকা। হেমন্ত মুখার্জী জন্ম শতবর্ষ উপলক্ষে এই সিডি টি প্রকাশিত হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close