ক্রিয়েটিভ ফটোশুটে এক বিশেষ চমক দিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জী এবং মডেল সঞ্চারি অধ্যা ।এক আকর্ষনের আমেজে বিশেষ সৌন্দর্য দিয়ে ক্রিয়েটিভ ফটোশুটের অভিনব উদ্যোগে দর্শকেরা।
প্রসঙ্গত উলেখ্য যে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অভিনেতা সৌম্যদীপ মুখার্জী জী বাংলার জনপ্রিয় জগদ্ধাত্রী সিরিয়াল এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন । এই ক্রিয়েটিভ ফটোশুট যেটি দর্শকেরা পুরোপুরি ভাবে দেখতে পারবেন । এই ফটোশুটের কস্টিউম ডিজাইনার হিসাবে রয়েছেন রুদ্র সাহা এই উদ্যোগটিকে প্রযোজনা করেছেন কৌস্তভ চট্টোপাধ্যায়।

নতুন কবি মডেলদের সুযোগ করে দেওয়ার অন্যতম প্লাটফর্ম দ্যা মাইক্রোপয়েম। ২০২২ সাল থেকে পথ চলা শুরু করে এই প্রতিষ্ঠানটি।
GIPHY App Key not set. Please check settings