এনা সাহার সঙ্গে এবারে স্ক্রিন শেয়ার করতে চলেছেন যশ দাসগুপ্ত । ছবির নাম চিনেবাদাম “। পরিচালনায় রয়েছেন শিলাদিত্য মৌলিক এবং ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্বয়ং অভিনেত্রী এনা সাহা । এটি তার প্রযোজনায় দ্বিতীয় সিনেমা ।এর আগে SOS KOLKATA ছবিটি প্রযোজনার দায়িত্বে ছিলেন তিনি। ছবিতে অভিনয় করেছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta), নুসরত জাহান (Nusrat Jahan), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) সহ আরও অনেকে।
গল্পটি একটা রোমান্টিক কমেডি ছবি। যেখানে এনা কে একটি সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যশ একটি বিলেত ফেরত ছেলের ভূমিকা পালন করবে। এখনকার যুগে আমরা ফোনে, ভিডিও কোলে হারিয়ে গিয়ে ভালোবাসা, বন্ধুত্বটাও হারিয়ে ফেলেছি এইটা নিয়েই মূলত ছবিটি দেখা যাবে।

কলকাতাতেই পুরো ছবির শ্যুটিং হবে। সব ঠিক থাকলে এই বছরের শেষেই মুক্তি পাবে ‘চিনেবাদাম’।
GIPHY App Key not set. Please check settings