:বন্দনা আগারওয়াল প্রযোজিত আলোক আগারওয়ালের কাহিনি ও ভাবনায় সিদ্বার্থ সেন ও সুব্রত মন্ডল পরিচালিত থ্রিলার ক্রাইম ছবির মিউজিক লঞ্চ হয়ে গেল অক্রোপলিস মলে।সঙ্গীত পরিচালনা করেছেন লয়-দীপ এবং রঙ্গন।ছবিতে মোট ৪ টে গান আছে।টাইটেল গানটি গেয়েছেন জুবিন নৌটিয়াল।এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুম্বইয়ের জুবিন নৌটিয়াল,ছবির নায়িকা এনা সাহা,নায়ক আরিয়ান,পরিচালকদ্বয়।