তিন বছর বয়স থেকে তার মায়ের কাছে আবৃত্তি শেখা । তারপর তা জারি থাকে উনিশ বছর ধরে কাব্যায়নের সাথে । ক্লাস সেভেনে এ বি টি এ-র আবৃত্তি প্রতিযোগিতার অঞ্চল, মহকুমা,জেলা ও রাজ্য সমস্ত স্তরে প্রথম হিসেবে বিজয়ী হন।।হ্যা আমরা যার কথা বলছি সে আর কেউ নন আমাদের খুব প্রিয় সৌম্যশ্রী গঙ্গোপাধ্যায় |
কলকাতার প্রায় সমস্ত সভাঘরে আবৃত্তি পরিবেশন করে ফেলেছেন এই যুবতী । মেদিনীপুরে স্পেশাল ওয়ার্কশপ করেছেন ২০১৬ তে । একটি বেসরকারি রেডিও স্টেশনে আর জে হিসাবেও কাজ করেছেন কলেজে পড়াকালীন । ইটিভির পুরোনো ধারাবাহিক বারান্দায় রোদ্দুরে বাংলা ব্যান্ড ভূমির সাথে রোদ্দুরের ভূমিকা নিয়েছেন সৌম্যশ্রী ।সৌম্যশ্রী বর্তমানে তাঁর “কবিতা” নামের একটি আবৃত্তি ও বাচিক শিল্পের প্রতিষ্ঠানও চালান বহু ছাত্র ছাত্রীকে নিয়ে ।
আগামী ২৮শে সেপ্টেম্বর সৌম্যশ্রী উত্তম মঞ্চে তার আবৃত্তি অ্যালবাম “মল্লিকা মানে “ লঞ্চ করছেন । সেখানে মল্লিকা সেনগুপ্তর কবিতা সমূহ আবৃত্তি আকারে পণ্ডিত দেবজ্যোতি বোসের আবহের সাথে থাকছে । সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সুবোধ সরকার ,পণ্ডিত দেবজ্যোতি বোস,লক্ষ্মীরতন শুক্লা । অনুষ্ঠানে সৌম্যশ্রী র একক আবৃত্তি ও শোনা যাবে ।