মনোহরায় মিঠিকে নিয়ে নাচছেন অঙ্কুশ। আর সেই দৃশ্য চেয়ে চেয়ে দেখছেন উচ্ছেবাবু। সামনেই রিলিজ অঙ্কুশের নতুন ছবি শিকারপুরের। সেই ছবির প্রমোশন করতেই যে অঙ্কুশ এসেছিলেন একথা একেবারেই পরিষ্কার।দেখতে দেখতে বুধবার দু-বছর পূর্ণ করে ফেলল ‘মিঠাই’। আগামী বৃহস্পতিবারের এপিসোডে ‘শিকারপুর’ জুটি অঙ্কুশ ও সন্দীপ্তাকে দেখা যাবে ‘মিঠাই’তে।
‘মিঠাই’তে সিরিজের প্রচার ঝলক শেয়ার করে অঙ্কুশ লেখেন, ‘মিঠাইয়ের ৫ই জানুয়ারির এপিসোড একদম মিস করবেন না’। এই পোস্টের কমেন্ট বক্সে অঙ্কুশকে তাঁর নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সৌমিতৃষা। অঙ্কুশের কেরিয়ারের প্রথম ওয়েব সিরিজ এটি।
অঙ্কুশ-সন্দীপ্তা ছাড়াও ‘শিকারপুর’-এ দেখা মিলবে কৌশিক গঙ্গোপাধ্যায়, দেবাশিস মন্ডল, দেবেশ রায়চৌধুরীর মতো অভিনেতাদের। আগামী ৬ই জানুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।

GIPHY App Key not set. Please check settings