মহাপঞ্চমীতেই একসঙ্গে ৫টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে অভিনেতা অঙ্কুশ হাজরা ও বনি সেনগুপ্ত অভিনীত ‘FIR’ সিনেমাটিও মুক্তি পেয়েছে পঞ্চমীর দিন। ছবিতে বনি-অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, ফলক রশিদ রায় ও অর্নিবাণ চক্রবর্তী
Story : রঘুনাথপুর গ্রামে একের পর এক খুন হচ্ছে তবে সেই খুনের কিনারা করতে ব্যর্থ সেখানকার পুলিশ। কারণ গোটা জায়গাটাই দুর্নীতিতে ভরা । নানা অসৎ কাজ চলছে সেখানে। সেখানকার থানার SI নরেন বসাখ বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং ওসির চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। এই রঘুনাথপুরে একটি খুনের তদন্ত করতে পৌঁছয় লালবাজার ক্রাইম ব্রাঞ্চের অফিসার অভ্রজিৎ দত্ত (Ankush Hazra)। একেবার সৎ, কর্তব্যে অবিচল অফিসার, যিনি প্রথম দিন রঘুনাথপুরে পা দিয়েই সেখানকার হালহকিকত সম্পর্কে ধারণা পেয়ে যান।বাকিটার জন্য ছবিটা দেখতেই হবে।
What’s Good : পুলিশ অফিসার অভ্রজিৎ দত্তর ভূমিকায় অঙ্কুশের অভিনয় , ছবি জুড়ে টানটান ব্যাপার রয়েছে
What’s Bad:অকারণ গানের ব্যবহার কানে লাগে,পরিচালকের কাজে বেশ কিছু কমতি দেখা গেছে
Star Performance,Direction, Music : অভিনয়ের দিক থেকে অভ্রজিৎ দত্তর ভূমিকায় অঙ্কুশ খুব ভাল। তার অভিনয় মনে দাগ কাটবে । অন্যদিকে বনি সেনগুপ্তর কমেডি টাইমিং বেশ ভালো আগের থেকে বেশ পরিণত হয়েছে । ঋতাভরীর ভালো অভিনেত্রী হওয়ার সত্ত্বেও ঠিক জমেনি । বার ডান্সার শিউলির চরিত্রে ফলক রশিদ রায় ঠিকঠাক । শান্তিলাল মুখোপাধ্য়ায়ের খলনায়কের চরিত্রে তিনি খুব একটা খারাপ অভিনয় করেননি ।
গানের ব্যবহার খুব চোখে লাগে , পরিচালক জয়দীপ মুখার্জীর নির্দেশনা ঠিকঠাক নয় বেশ কিছু জায়গায় কমতি চোখে পরে
পুজোয় দেখতে পারেন অঙ্কুশ-বনির এই ছবি। খারাপ লাগবে না।হতাশ হবেন না ।
Discover the mind behind Cine Kolkata – Souvik Saha, an innovative entrepreneur and editor. With a passion for authentic news, he's the driving force behind Cine Kolkata's captivating film, atoz entertainment, sports, and lifestyle coverage. Souvik also heads Cine Digital, a digital marketing agency, expanding his impact across the digital realm.
GIPHY App Key not set. Please check settings