সিনে পর্দায় জাদুকরের ভূমিকায় অভিনেতা অঙ্কুশ সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা । নেপথ্যে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবির দ্বিতীয় গান “মন আনমনে ” ।গানটি গেয়েছেন সান্তনু দে সরকার এবং অন্তরা মিত্র ।গানটির সুর করেছেন ডাব্বু। সম্প্ৰতি শহরের এক নামকরা রেস্তরায় হয়ে গেলো গানটির লঞ্চ ।সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা ।
পর্দায় এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেনকে (Oindrila Sen)।এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে । অভিনেত্রী পিয়ান সরকারকেও দেখা যাবে ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং পায়েল সরকারের পাশাপাশি। এবং অঙ্কুশের মা-বাবার ভূমিকায় অভিনয় করছেন দেবশঙ্কর হালদার এবং বিদীপ্তা চক্রবর্তীকে ।আগামী ১২ই ফেব্রুয়ারী মুক্তি পেতে চলেছে ছবিটি ।
GIPHY App Key not set. Please check settings