রাজা চন্দের নতুন ছবি ‘ম্যাজিক‘।আর সেই ছবিতেই অভিনয় করছে অঙ্কুশ– ঐন্দ্রিলার জুটি। হয়ে গেল ছবির প্রেস কনফারেন্স।এই প্রথম একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে ।ছবিতে তাঁদের চরিত্রের নাম ইন্দ্রজিৎ ও কৃতি। ‘ম্যাজিক’-এ অঙ্কুশকে পুরোপুরি আলাদা অবতারে দেখতে পাবেন দর্শকরা।
ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন পায়েল সরকার।
দর্শকদের মধ্যে ছবি দেখার আগ্রহ দেখে ভীষণ খুশি পরিচালক রাজা চন্দ। ছবিতে অঙ্কুশের বাবার চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার,এবং মায়ের ভূমিকায় বিদীপ্তা চক্রবর্তী, এছাড়াও দেখা যাবে পিয়ান সরকারকে ।ছবির গল্প লিখেছেন অর্ণব ভৌমিক এবং সঙ্গীত পরিচালনা করছেন ডাব্বু ।
ছবি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি। সেই দিন আবার অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সম্পর্কের দশ বছর পূর্ণ হচ্ছে। স্বাভাবিক ভাবেই এই ছবি এবং রিলিজ ডেট তাদের কাছেও ভীষণ স্পেশাল।
GIPHY App Key not set. Please check settings