‘বেলাশেষে’র সাত বছর পেরিয়ে গেলেও এ সিনেমার রেশ যেন দর্শকের এখনো কাটেনি। তাই তো পর্দায় আবার আসছে ‘বেলাশুরু।’
আগামী ২০ মে প্রয়াত অমর শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে মুক্তি পেতে যাচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত এ সিনেমা। এই তো কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল সিনেমার প্রথম গান ‘সোহাগে আদরে’। এবার প্রকাশ্যে এলো দ্বিতীয় গান।এই গানটি গেয়েছেন, জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।
আবার পর্দাজুড়ে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের রসায়ন।
‘টাপা টিনি’ গানে নাচে মাতোয়ারা ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, ইন্দ্রানী দত্ত, মনামী ঘোষ।, চারজন অভিনেত্রীর একটি ছবিতে একসঙ্গে নাচ, গানটিকে যেন আরো আকর্ষণীয় করে তুলেছে!আগামী ২০মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’।
P.C : Bulan Ghosh
GIPHY App Key not set. Please check settings