প্রযোজনা সংস্থা ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’ তাঁদের ২০২৩ সালের প্রথম ছবির মুক্তি নিয়ে একেবারে তৈরি। রাহুল মুখোপাধ্যায়ের প্রেমের গল্প নিয়ে তৈরি ‘দিলখুশ’ আসছে খুব শীঘ্রই। মঙ্গলবার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহম মজুমদার মধুমিতা সরকার, খরাজ মুখোপাধ্যায় অপরাজিতা আঢ্য, অনসূয়া মজুমদার, পরাণ বন্দ্যোপাধ্যায়, উজান চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন ও অন্যান্য কলাকুশলীরাও।

পরিচালক জানিয়েছেন যে এই ছবিতে আমাদের রোজকার জীবনের গল্প উঠে আসবে যেখানে আটটি জীবনের নানা গল্প দেখানো হবে। এঁদের সকলের পরিস্থিতি, পরিবেশ আলাদা। যদিও শেষ পর্যন্ত গিয়ে এঁরা সকলেই কোথাও একটা সুতোতে বাঁধা পড়ে যায়। তিনি আরও জানান এই ছবিতে একটি মিষ্টত্বের ছোঁয়া মিলবে। তিনি আশাবাদী যে গল্পটা মানুষের মন ছুঁয়ে যাবে।
২০ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। দিলখুশ এই ছবি মানুষকে কতটা খুশ করতে পারে এখন এটাই দেখার অপেক্ষা।
GIPHY App Key not set. Please check settings