সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পদাতিক’(Padatik Bengali Movie) -এ অভিনয় করছেন। দ্বিতীয় খবরটি আরও বড়। পর্দায় তিনিই মৃণাল সেনের স্ত্রী ‘গীতা সেন’! তৃতীয় খবর বিস্ফোরক। চঞ্চল চৌধুরী মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে মনামী। খবর জেনেই আজকাল ডট ইন যোগাযোগ করেছিল নায়িকার সঙ্গে। ফোনের ওপারেই উচ্ছ্বসিত। প্রথম আজকাল ডট ইনকে বললেন, ‘‘সৃজিতদার সঙ্গে এই প্রথম কাজ। তাই তিনি ফোন করে ওঁর অফিসে ডেকে নেন। গিয়ে যখন সবটা শুনলাম প্রথমটায় নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি। আনন্দে নেচে ওঠাটাই বাকি ছিল। একই সঙ্গে ভয়ও করছে প্রচণ্ড। সৃজিতদা বিশাল বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ওঁর মুখ রাখতে পারব তো?’’
খবরে সিলমোহর দিয়েছেন ছবির প্রযোজক ফিরদৌসুল হাসানও। অনেকদিন ধরেই দেশের বাইরে ছিলেন মনামী। নতুন বছরে তাঁর জন্য এত বড় খবর অপেক্ষা করে রয়েছে, ভাবতেই পারেননি। ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে তাঁর। জানালেন, ছোটখাটো চেহারাই তাঁকে এই চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। গীতা সেনের অল্প বয়স থেকে বেশি বয়স পর্যন্ত ধারণ করতে হবে। হয়তো তাঁর জন্য প্রস্থেটিক রূপটানের সাহায্যও নিতে হতে পারে। মনামী বাইরে এখনও মুখ খোলেননি। জানিয়েছেন, মা এবং পরিবারের কাছের মানুষদের জানিয়েছি। ওঁদেরও মনামীর মতোই অবস্থা। আনন্দে-দুশ্চিন্তায় তটস্থ তাঁরা।
নায়িকা নিজের মতো প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? মনামীর কথায়, ‘‘হ্যাঁ, আমি আমার মতো করে গীতা সেন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছি। সৃজিতদা একটি ভিডিয়ো ক্লিপিংস দিয়েছেন। সেখানে খুব অল্প সময়ের জন্য গীতা সেনকে দেখা গিয়েছে। মৃণাল সেনের জন্মদিনে যাঁরা ভিডিয়ো সাক্ষাৎকার নিতে এসেছিলেন তাঁরা ক্যামেরায় ওঁকেও ধরেছিলেন। এছাড়াও, কিছু সাক্ষাৎকার রয়েছে। শুনেছি, অভিনেত্রী প্রচণ্ড ঘরোয়া ছিলেন।’’ তবে এখনও মৃণাল-পুত্র কুণাল সেনের সঙ্গে আলাপ হয়নি।
অনুরাগী, দর্শকেরা মনামীকে যেভাবে দেখে অভ্যস্ত তার ৩৬০ ডিগ্রি ঘুরে বড় পর্দায় ফিরছেন মনামী। এই চরিত্র তাঁর কাছে কতটা চ্যালেঞ্জের? অভিনেত্রী অকপট, ‘‘অবশ্যই চ্যালেঞ্জের। সৃজিতদা এই ছবিটি বানানোর কথা ঘোষণা করে সবার প্রথমে চ্যালেঞ্জ নিয়েছেন। তারপর চ্যালেঞ্জ ছুঁড়েছেন সবাইকে। একা আমাকে নয়। গীতা সেন বরাবরই আড়ালে থাকতে পছন্দ করা ব্যক্তিত্ব। এই ধরনের চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন। আমি আমার ১০০ শতাংশ উজাড় করে দেব।’’
GIPHY App Key not set. Please check settings