এই বছরের ঈদেই মুক্তি পাবে সুপারস্টার জিতের (JEET) অ্যাকশন থ্রিলার,রাবণ। টিজারে চমকে দিয়েছিলেন আগেই এবার ট্রেলারেও মন কাড়লেন অভিনেতা । নিজের রাবণ লুক আগেই প্রকাশ করেছিলেন জিৎ । বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অন্যরকম চরিত্রে অভিনয় করার খিদেও জিতের মধ্যে রয়েছে। সেই তাগিদেই পাভেল পরিচালিত অসুর ছবিতে অভিনয় করেছেন তিনি।
এইবারে এম এন রাজ পরিচালিত এই ছবির জন্য নিজের লুক এক্কেবারে পালটে ফেলেছেন জিৎ।চোখের তীক্ষ্ণ চাহনিতে মাত করেছেন অভিনেতা। রাবণ-এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী।ছবিতে জিতের বিপরীতে রয়েছেন লহমা । এই ছবি দিয়েই টলিউডে নিজের জার্নি শুরু করলেন লহমা।‘রাবণ’-এ তাঁর চরিত্রের নাম রাই। গতে বাঁধা নায়িকা চরিত্রের থেকে বেশ আলাদা তার চরিত্র । রিল লাইফেও সে জার্নালিজমের ছাত্রী।
ছবির ট্রেইলারে জমজমাট অ্যাকশন দৃশ্য দেখা গেছে ।এছাড়াও গানের বেশকিছু দৃশ্য দেখা গেছে ।জমজমাট ডায়লগ ,ব্যাডঅ্যাস লুক ,লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। একেবারে চিরাচরিত ভিলেনের লুক। সবমিলিয়ে এককথায় দুর্দান্ত জমে উঠেছে ট্রেইলার ।রাবণ ছবির পরিচালক এম এন রাজ। এই প্রথমবার ছবি পরিচালনায় ।আগামী ২৯শে এপ্রিল মুক্তি পেতে চলেছে সিনেমাটি ।
GIPHY App Key not set. Please check settings