‘ডঃ বক্সি’ হয়ে সিনেমার পর্দায় আসতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্য়ায় (Parambrata Chatterjee)। এবং তার সঙ্গে এই ছবিতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly) ও বনি সেনগুপ্তকে (Bony Sengupta)।তাঁর চরিত্রের নাম আদিত্য মুখার্জি। পেশায় ব্যাঙ্ককর্মী আদিত্য যে ধীরে ধীরে ক্রিমিনালে পরিণত হয়। এছাড়াও রয়েছেন মাহি কর, সোম্যজিৎ মজুমদার ও রাহুল রায়।

এসএমভি স্টুডিওর ব্যানারেই তৈরি হচ্ছে নতুন ছবি ‘ডঃ বক্সি’। সম্প্রতি মুক্তি পেল ‘ডঃ বক্সি’র পোস্টার।
এই ছবি মেডিক্যাল থ্রিলার। চিকিৎসা কেলেঙ্কারি এবং তাঁর বিরুদ্ধে ‘ডঃ বক্সি’র রুখে দাঁড়ানো নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবির পরিচালক সপ্তাশ্ব বসু (Saptashwa Basu)।
এর আগে সপ্তাশ্বর ‘নেটওয়ার্ক’, ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি মুক্তি পেয়েছে এবং ইতিমধ্য়েই পরিচালক তাঁর তৃতীয় ছবি ‘জতুগৃহ’র শুটিংও শেষ করেছেন। ছবির গল্প এবং চিত্রনাট্য লিখছেন শুভাশিস গুহ এবং অর্ণব ভৌমিক।আগামী নভেম্বর থেকে পরিচালক শুরু করবেন ডঃ বক্সি’ ছবির শুটিং।
Comments
Loading…