একসঙ্গে আসছেন বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ ও দেব (Prosenjit Chatterjee-Dev)। এবার দেবের (Dev) প্রযোজনায় কাজ করবেন প্রসেনজিৎ । কয়েক দিন আগেই জানা গিয়েছিল জিতের প্রযোজনায় ছবি করবেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। তবে সেই ছবিতে বুম্বাদার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না জিৎ (Jeet)। কিন্তু দেবের প্রযোজনার ছবিতে অভিনয়ও করছেন স্বয়ং অভিনেতা দেব (Prosenjit Chatterjee-Dev)। ছবির নাম ” কাছের মানুষ ” ।প্রসেনজিৎ, দেব ছাড়াও ছবিতে রয়েছেন ইশা সাহা। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’ এবং ‘কে তুমি নন্দিনী’র মতো ছবি পরিচালনা করেছেন পরিচালক ।
এর আগে প্রযোজক দেবের ছবিতেও কাজ করেছেন প্রসেনজিৎ, তবে সেটা নিছকই অতিথি শিল্পীর ভূমিকায়। ‘ককপিট’ ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু একসঙ্গে দেব-প্রসেনজিৎ জুটির ম্যাজিক এছবিতেই দেখতে পাবে দর্শক । এই ছবি মুক্তি আগামী বছর পাবে গ্রীষ্মে।
GIPHY App Key not set. Please check settings