জন্মদিনের আগের সন্ধ্যায় ডাঃ বক্সীতে তাঁর ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন শুভশ্রী । লেখিকা মৃণালিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। ‘প্রতিদ্বন্দ্বী’তে ডাঃ বক্সীর ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। সপ্তাশ্বর নতুন ছবিতে সেই পরমব্রত চট্টোপাধ্যায়। ।গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে ।এছাড়াও রয়েছেন মাহি কর, সোম্যজিৎ মজুমদার ও রাহুল রায়।ছবির কাহিনী লিখেছেন অর্ণব ভৌমিক এবং শুভাশিস গুহ।
শুভশ্রী জানালেন, “খুবই ইন্টারেস্টিং একটা চরিত্রে দেখতে পাবেন। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত টানটান রহস্য থাকবে।”
শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং । কালিম্পং ও দুর্গাপুরে হবে সিনেমার শ্যুটিং।
আগামী বছর ঈদে মুক্তি পাবে ছবিটি ।
P.C : Bulan Ghosh
GIPHY App Key not set. Please check settings