ভাইরাসে আক্রান্ত ছেলে। অ্যান্টিডোটের খোঁজ করছেন অসহায় বাবা। এমনই এক গল্প নিয়ে ছবি বানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আবারো ছবি পরিচালনা করছেন তিনি । ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও অঙ্কুশ হাজরা(Ankush Hazra)কে।
ছবির নাম অ্যান্টিডোট। ছবিটির প্রযোজনায় নেক্সজেন ভেঞ্চার অ্যান্ড রোডশো ফিল্মস। প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়, আর স্টোরি কনসেপ্ট অরিত্র সেনের। ছবিটির পরিচালনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ও করবেন পরমব্রত।
এর আগে লড়াই ‘সোনার পাহাড়’, ‘অভিযান’, ‘বনি’র মতো বেশ কিছু ছবি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এবার পুজোয় মুক্তি পাচ্ছে ‘বনি‘ ছবিটি,। সেখানে কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরমব্রত।
GIPHY App Key not set. Please check settings