ডাক্তারদের পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে পরিচালক পাভেল তৈরি করছেন নতুন ছবি ‘ডাক্তারকাকু’ (Daktar Kaku) । ছবিতে এই প্রথম একসঙ্গে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chaterjee )ও ঋদ্ধি সেন (Riddhi Sen), বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে তাদেরকে । দুজনেই ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন ।
পরিচালকের কথায়, ”’ডাক্তারকাকু’ আমার তরফ থেকে ডাক্তারদের একটা ট্রিবিউট, যাঁরা শেষ দু বছর নিজের জীবন বিপন্ন করে অতিমারির সঙ্গে লড়ে গিয়েছেন। যদিও অনেকের মতে চিকিৎসা এখন ব্যবসা। এই দুধরনের মানসিকতাই উঠে আসবে ছবিতে, এক বৃহত্তর সামাজিক দিক তুলে ধরবে ছবি। ছোটবেলায় যে হাউস ফিজিশিয়ানরা ছিলেন, তাঁদের নিয়েই গল্প। ডাক্তারকাকু ডাকটাই বোধহয় তাঁদের আরও কাছের মানুষ করে তুলত। পাড়ায় এমন অনেক ডাক্তার নিজের জায়গার সেবা করে গিয়েছেন। আমার আর বুম্বাদার এটাই একসঙ্গে প্রথম কাজ। বুম্বাদার সঙ্গে কাজ শুরু করতে গেলে এরকমই একটা স্ক্রিপ্ট লাগে।
সদ্যই ‘কলকাতা চলন্তিকা’র ঘোষণা করেছিলেন পরিচালক, সেই রেশ কাটতে না কাটতেই নতুন চমক পাভেলের ।
পরিচালকের কথায়,আগামী বছর জানুয়ারিতে ‘ডাক্তার কাকু’র শ্যুটিং শুরু হবে, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১-এর ১লা জুলাই ‘জাতীয় চিকিত্সক দিবস’-এ মুক্তি পাবে এই ছবি।
GIPHY App Key not set. Please check settings