পুজোতে মুক্তি পাচ্ছে জিতের (Jeet) নতুন ছবি বাজী। সূত্রের খবর, পরের ছবি শুরু করতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, ছবির নাম হতে চলেছে ‘রাবণ’ (Raavan )। ছবির পরিচালক নবাগত এম এন রাজ (M N Raj) । পরিচালকের এটি প্রথম কাজ। এম এন রাজ এর আগে সুজিত মন্ডল, রাজীব বিশ্বাস ও রাজা চন্দের সহযোগী পরিচালক হিসেবে কাজ করতেন । জিতের বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা নিয়ে এখনো জানা যায়নি । এ মাসের ২০ তারিখ শুটিং শুরু হওয়ার কথা।
Comments
Loading…