অসুর সিনেমার পর ফের ব্রাত্য বসুর ছবি ডিকশনারিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নুসরত জাহান এবং আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
ছবিতে কলকাতা থেকে যিনি ছেলেকে পুরুলিয়ায় পাঠান পড়াশোনার জন্য। কলকাতা থেকে পুরুলিয়ায় গিয়েই অশোক এবং স্মিতার সংসারে ঢুকে পড়েন সুমন।
অশোক সান্যাল এবং স্মিতার সংসারে সুমনের প্রবেশ এবং তাঁর সঙ্গে বৌদির পরকীয়া সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন এবং জটিলতাকে তুলে ধরা হয়েছে ।
বুদ্ধদেব গুহর (Buddhadev Guha) দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ এবং ‘স্বামী হওয়া’ নিয়ে ‘ডিকশনারি’র কাহিনি। স্বামী-স্ত্রীর ভূমিকায় আবির চট্টোপাধ্যায় এবং নুসরত জাহান। ‘বাবা হওয়া’ গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম। এছাড়াও তাঁর সঙ্গে দেখা যাচ্ছে পৌলমী বসুকে। ‘স্বামী হওয়া’ গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরত ও আবির। এছাড়াও রয়েছেন মধুরিমা বসাক, অর্ণ মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
ছবি সৌজন্যে : বুলান ঘোষ
GIPHY App Key not set. Please check settings