ফের সিনেমা পরিচালনা করছেন ব্রাত্য বসু।প্রায় দশ বছর পর পরিচালনায় ফিরছেন ব্রাত্য বসু।২০১০ সালে তিনি শেষ ছবি পরিচালনা করেছিলেন। ছবির নাম ছিল তারা।বুদ্ধদেব বসুর ছোট গল্প বাবা হওয়া ও স্বামী হওয়া অবলম্বনে ডিকশনারির চিত্রনাট্য তৈরি করেছেন ব্রাত্য বসু।
এই ছবিতে অভিনয় করছেন তাঁর স্ত্রী পৌলমী বসুও। আছেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিমও। এই সিনেমাতেও স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে আবির-নুসরতকে।এর আগেও আবির-নুসরতকে একসাথে অসুর সিনেমায় দেখা গিয়েছে ।
GIPHY App Key not set. Please check settings