‘ক্লিক’ এর নতুন ওয়েব সিরিজ ‘ড্রিম বুটিক‘ বলবে স্বপ্ন কেনা বেচার গল্প।কলকাতা শহরেই রয়েছে এমন এক সংস্থা যারা স্বপ্ন শুধু বেচে না স্বপ্নে বিভিন্ন্ ব্র্যান্ডও বেচে ফেলতে পারেন নিমেষে।
এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, সবুজ বর্ধন, রানা বসুঠাকুর, পূজা চট্টোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, সুব্রত গুহা রায় প্রমুখ । শহরে হয়ে গেল এই ওয়েব সিরিজের এর ট্রেইলার লঞ্চ।

অনিমেষ নামের এক ব্যক্তি তাঁর আবিষ্কারে সম্ভব করে ফেলেন সেই অসম্ভবকে। একই সংস্থায় কর্মরত সন্দীপ। এই স্বপ্ন বেচার কোম্পানিতে এক দিন সন্দীপ বুঝতে পারে এই স্বপ্ন বেচার পিঁছনে এক অন্ধকার জগতের কথা।
