in

হয়ে গেল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর শারদ সুন্দরী ২০২০ এর গ্র্যান্ড ফিনালে

শীতের আমেজে এই শহরে কিছুটা উষ্ণতা ছড়াল শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এর শারদ সুন্দরী ২০২০ গ্র্যান্ড ফিনালে।অনুষ্ঠানে শো স্টপার ছিলেন পপুলার জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। এবারের তিন শারদ সুন্দরীর সাথে উপস্থিত ছিলেন কোম্পানির দুই কর্ণধার রূপক সাহা, অর্পিতা সাহা।সেরা তিন বিজয়ী হলেন কীর্তিকা সিং ( প্রথম ), ডোনা মন্ডল ( দ্বিতীয়), উদীশা সিংহ ( তৃতীয় )।শারদ সুন্দরী ত্রিপুরা হলেন সতীর্থা দেবনাথ।
বিগত বছর গুলোর মতোই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স উপস্থাপনা করলেন শারদ সুন্দরী ২০২০, যেমনটি আমরা সবাই জানি, সুন্দর মুখের খোঁজের জন্য খুবই জনপ্রিয় এবং বহুল প্রতীক্ষিত বার্ষিক এই উদ্যোগ দুর্গাপূজার সময় বেশ নজর কাড়ে এবং এই বছর তার ৮ম বর্ষ পূর্ণ হল ।

আগের বছরগুলিতে জনপ্রিয় পূজা প্যান্ডেলগুলিতে, প্রিমিয়াম আবাসনগুলিতে এবং প্রিমিয়ার কলেজ ক্যাম্পাস গুলোয় সুন্দরী মুখের খোঁজ চলেছিল l কিন্তু এই বছর, কোভিড -১৯ এর জন্য সুরক্ষার কারণে অনুসন্ধান সম্পন্ন হল সম্পূর্ণ অনলাইনে। আশাতীত ভাবেই প্রতিযোগীদের সংখ্যা বিগত বছর গুলোর সব রেকর্ড ভেঙে দিয়েছিল। অনলাইনে আসা পনেরো হাজারের মতো প্রতিযোগীদের মধ্যে বেছে নেওয়া হয় সেরা বারোকে।এদিনের অনুষ্ঠানে দুই রাউন্ডে সেরাদের বাছাই পর্বে বিচারকের আসনে ছিলেন সুদর্শন চক্রবর্তী,রাজা চন্দ,প্রণব দাশগুপ্ত,বিবেক দাস,পিয়ান সরকার প্রমুখ।প্রথম রাউন্ডে সোনার অলঙ্কারের সাথে অরগ্যানজা শাড়ির চোখ ধাঁধানো পরিবেশনা নজর কাড়ে।দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগিদের পরনে ছিল হীরের গহনার সাথে প্যাস্টেল রঙের গাউন।সমগ্র সিকোয়েন্স এর মূল ভাবনায়-পরিচালনায় ছিলেন স্যান্ডি।

সমগ্র অনুষ্ঠানের সহ নিবেদনে ছিলেন খুকুমনি।অরিত্র রায় চৌধুরী,কর্ণধার, খুকুমনি, অনুষ্ঠানের নেপথ্য কারিগরদের সম্মানিত করেন। স্বাদ্ধির নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন বিচারক থেকে উপস্থিত সকলেই।কাঞ্চনময় ভট্টাচার্যের গানে কিশোর কুমার পরে কুমার শানুর গানের কোলাজ সুরে,সুরে মন ভরিয়ে দেয়।

শ্রী রূপক সাহা,পরিচালক, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, বললেন, “কোভিড -১৯ বিধিনিষেধ অনেক সমস্যা তৈরি করলেও আমরা এর ফর্ম্যাটটি অন্য ভাবে ভেবে অনলাইনে নিয়ে এসেছিলাম। এতে প্রতিযোগিদের অংশগ্রহণ করতে অনেক সুবিধাই হয়েছে । প্রতিযোগীদের শারদসুন্দরী ডট কম এ গিয়ে তাদের এই উৎসবের সেরা মুহূর্তের ফটোগ্রাফ পাঠাতে হল।আশাতীত ভাবে পনেরো হাজারের বেশী প্রতিযোগী যোগ দেন।সেরা বারো জন এদিনের অনুষ্ঠানে যোগ দেন।তার মধ্যে থেকে বেছে নেওয়া হল এবারের শারদ সুন্দরীকে।”

ক্যামেরায় বুলান ঘোষ

Report

What do you think?

100 points
Upvote Downvote

Written by Cine Kolkata Desk

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ঝাড়গ্রামের জঙ্গলমহলে চলছে ‘ইস্কাবন’ সিনেমার শুটিং

১২ই ফেবুরুয়ারি মুক্তি পাচ্ছে আবির- নুসরাতের ‘ডিকশনারি’