এস এম ডি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ঝাড়গ্রামের জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নতুন বাংলা ছবি ‘ইস্কাবন’।রেডস্টারদের ডেরা-জীবন আর তাদের ঘিরে উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সুপ্ত মিষ্টি প্রেম, গোটা ছবিকে ঘিরে হাঁটবে। জঙ্গলের ডেরাজীবন আর তার ইতিহাস এবং হিংস্রতার নানান কাহিনী চিত্রিত হবে ছবিটিতে। ছবিটির শুরুর জন্ম ইতিহাসের অনেকখানি জুড়ে রয়েছে দুই জঙ্গলের নজরবাজি।
গত বুধবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের চিরুগড়া জঙ্গলে শুরু হয়েছে শুটিং। ছবিতে একদম নতুন লুকে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে ,এছাড়াও এই ছবি থেকেই সিনেমায় ডেবিউ করছেন অনামিকা চক্রবর্তী । রয়েছেন খরাজ মুখার্জী ,সুমিত গাঙ্গুলী,অরিন্দম গাঙ্গুলী, পুষ্পিতা মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য। একটি বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেতা দুলাল লাহিড়ী।

