বলিউডের মাদক যোগ নিয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর চাঞ্চল্যকর অভিযানে নাম জড়িয়ে গেল ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনেরও । ইতিমধ্যেই জেরার জন্য তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ’কে ডেকে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, ডাক পেতে পারেন দীপিকাও । সামনে আসা চ্যাটে দেখা যাচ্ছে, করিশ্মার কাছে দীপিকা ‘হ্যাশ’ নামক মাদক দ্রব্য চেয়েছিলেন মাদক-কাণ্ডে বলিউডের টপ-মোস্ট নায়িকার নাম জড়াতেই ফের চাঁচাছোলা আক্রমণ কঙ্গনা রানাওয়াতের । প্রথম থেকেই সুশান্তের মৃত্যু, নেপোটিজম, মাদক-কাণ্ডের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন বলিউডের ‘ক্যুইন’ ।
সুশান্তের মানসিক অবসাদ প্রসঙ্গে ট্যুইট করার সময় দীপিকা’র অবসাদ নিয়ে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছিলেন কঙ্গনা । আর এ বার মাদক কাণ্ডে নাম জড়ানোয় সরাসরি সংঘাতে নামলেন নায়িকা ।
দীপিকা উদ্দেশ্য করে একটি ট্যুইট করেন কঙ্গনা । তাতে লেখেন, কী ভাবে নিজেদের শিক্ষিত বলে দাবি করা হাই-প্রোফাইল তারকারা নিজেদের ম্যানেজারের কাছে ‘মাল হ্যায় কেয়া’ লিখে মেসেজ করতে পারেন । তিনি লেখেন, “সমাজের উঁচুতলার বাসিন্দারা, যাঁরা নিজেদের সেরা ভাবেন, ভাল পরিবেশ পান বেড়ে ওঠার জন্যে, তাঁরাই ম্যানেজারকে লিখে পাঠান-মাল আছে?”
GIPHY App Key not set. Please check settings