in

শুধু রিয়া নয় একান্ত দ্বীপে সুশান্তকে সঙ্গ দিতেন সারাও

সুশান্তের মৃত্যুর ৩ মাস কেটে গেলেও এখনও মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি৷ আত্মহত্যা নাকি খুন, কীভাবে মৃত্যু হয় অভিনেতার সেই তথ্য এখনও সামনে আসেনি৷ এরই মধ্যে সুশান্ত মৃত্যু মামলায় গভীরভাবে দাগ কেটেছে বলি টাউনে ড্রাগসের ব্যবহার৷ সুশান্তের জীবনে ড্রাগসের কতটা প্রভাব ছিল, সেটাই বোঝার চেষ্টা করছে নারকটিক্স কন্ট্রোল ব্যুরো৷ মনে করা হচ্ছে যে সুশান্তের বাড়িতে নিয়মিত বসত ড্রাগসের আসর৷ এরই মধ্যেই আরও গোপন তথ্য এল সমনে৷ যা আনলেন এক বোটম্যান বা মাঝি৷ তিনি জানিয়েছেন যে, পাভানা বাঁধে সুশান্তের সঙ্গে সারা ও রিয়া আসতেন পার্টি করতে!

এক সর্বভারতীয় সংবাদসংস্থায় প্রকাশিত তথ্য অনুযায়ী সুশান্ত ও তাঁর বন্ধুরা এই বাঁধে বেড়াতে আসতেন ২০১৮-এ৷ আব্বাস ও রামজান আলির থেকে ফোন আসে এবং বলা হয় যে সুশান্ত ও তাঁর বন্ধুরা বোট রাইডে যেতে চান এবং সেখানে সুশান্ত সাঁতারও কাটতেন৷

মাঝি জানায় যে, যখন তাঁরা আসতেন তখন আমায় ১৬ হাজার টাকা দেওয়া হত৷ সুশান্ত ও তাঁর বন্ধুরা পাভানায় আসতেন এবং গাভান্ডে নামে এক দ্বীপেই তাঁরা অনেক সময় কাটাতেন৷

তিনি আরও বলেন যে, সুশান্তের সঙ্গে নিয়মিত আসতেন নায়িকারা৷ রিয়া তো আসতেনই৷ আসতেন সারা আলি খান এবং একবার এসেছিলেন শ্রদ্ধা কাপুরও৷ তবে সারা ৩ থেকে ৪ বার এসেছিলেন সেখানে এবং কেউ কারও সঙ্গে আসতেন না৷

এছাড়া সুশান্তর ম্যানেজার সিদ্ধার্থ পিটানি, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডা, শৌভিক চক্রবর্তী এবং অন্যরাও এই জায়গায় আসতেন৷ তিনি আরও জানান যে, মদ ও ড্রাগস জাতীয় কিছু ব্যবহার করা হত, তবে কারা কী ব্যবহার করতেন, সেই বিষয়ও স্পষ্ট করে তিনি বলতে পারেননি৷

এরই মধ্যে ড্রাগ মামলায় রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত এবং অন্যান্য ড্রাগ সরবরাহকারীদের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে৷

এরই পাশাপাশি শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকে ডেকে পাঠাতে চলেছে নারকোটিক্স ব্যুরো৷ এই সপ্তাহেই সারা, শ্রদ্ধা সহ অন্যদের ডাকা হবে বলে জানা গিয়েছে৷ এরই সঙ্গে রাকুল প্রীত, ফ্যাশন ডিজাইনার সিমোন কামভাট্টাকেও ডাকা হবে৷

Report

What do you think?

100 points
Upvote Downvote

Written by Souvik Saha

Discover the mind behind Cine Kolkata – Souvik Saha, an innovative entrepreneur and editor. With a passion for authentic news, he's the driving force behind Cine Kolkata's captivating film, atoz entertainment, sports, and lifestyle coverage. Souvik also heads Cine Digital, a digital marketing agency, expanding his impact across the digital realm.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

বলিউডের মাদক চক্রে এবার নাম জড়াল দীপিকা পাডুকোনের

দীপিকা’কে তীব্র আক্রমণ কঙ্গনার