বিনোদুনিয়ায় সবথেকে বড় খবরের মধ্যে অন্যতম বড়পর্দায় কিং খানের প্রত্যাবর্তন। ‘বেশরম’ গানে দেশজুড়ে বিতর্কের হাওয়া। আর এসবের মাঝেই বুধবার ‘পাঠান’-এর ভুয়ো ট্রেলার নিয়ে মারাত্মক হইচই!
প্রসঙ্গত, বছর পাঁচেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন শাহরুখ খান। উপরন্তু ‘পাঠান’-এর মতো তুখড় অ্যাকশন ফিল্ম। বিপরীতে দীপিকা। সিনেমার টিজার, গান ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। অতঃপর এই সিনেমা নিয়ে যে দর্শকদের মধ্যে আলাদা একটা উন্মাদনা থাকবে, তা বলাই বাহুল্য।
GIPHY App Key not set. Please check settings