দুই বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। নায়ক হিসেবে ফিরলেন শুটিং ফ্লোরে। খবর এমনই শোনা যাচ্ছে বলিউডে । সিনেমার নাম, পাঠান (Pathan)। ভাইরাল শাহরুখের সেটে প্রত্যাবর্তনের ছবি।
যশরাজ (Yash Raj Films) ব্যানারেই সিনেমার ফ্লোরে নায়ক হিসেবে ফিরলেন শাহরুখ। ফের বলিউড বাদশাকে নায়ক হিসেবে শুটিং ফ্লোরে দেখে আবেগে ভেসে গিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) এবং বাকি কলাকুশলীরা। কিং খান নিজেও ‘পাঠানে’র চিত্রনাট্য নিয়ে খুবই উৎসাহিত। কিন্তু অজানা কারণে, পুরো বিষয়টি গোপনে রাখতে চাইছে আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা। এমনকী, ‘পাঠান’ সম্পর্কিত কোনও খবর অফিশিয়ালি প্রকাশ করা হয়নি। অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগে এমন খবর লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। তাই ঘটনা হিসেবে না হলেও রটনা হিসেবে খবর রটেই গিয়েছে।
GIPHY App Key not set. Please check settings