বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে, এই বছরে তিনি বিয়ে করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এবার এলো সুখবর । নভেম্বরের ২৬ তারিখ বিয়ে করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী । যিনি নাট্যচর্চার সঙ্গে যুক্ত আছেন । অনির্বাণ-মধুরিমা একসঙ্গে বেশ কিছু নাট্য-প্রযোজনায় কাজও করেছেন।মধুরিমার পড়াশোনাও থিয়েটার নিয়ে।
আগামী বৃহস্পতিবার সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মাধ্যমে হতে চলেছে অনির্বাণ-মধুরিমার মধুরেণ সমাপয়েৎ।
বছরের শুরুতে ‘দ্বিতীয় পুরুষ’-এর সাফল্য, তারপর লকডাউনের পরে প্রথম বাংলা ছবি হিসাবে ‘হইচই’ প্ল্যাটফর্মে তাঁর অভিনীত ‘ডিটেকটিভ’ মুক্তি পেয়েছিল। অন্যদিকে পুজোয় মুক্তি পেয়েছিল ‘ড্রাকুলা স্যর’ (Dracula Sir)। যার মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। ছবিটি অন্য সব ছবির থেকে ভাল ব্যবসা করেছে এবং সমালোচকদের প্রশংসাও পেয়েছে।
সিনে কলকাতার তরফ থেকে অনির্বাণ-মধুরিমা জুটির জন্য রইল আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।
GIPHY App Key not set. Please check settings