সদ্য আড্ডাটাইমসে মুক্তি পেয়েছে অভিনন্দন দত্ত পরিচালিত ওয়েব সিরিজ উৎসবের পরে। প্রেক্ষাপটে উত্তর কলকাতার কোনো যৌথ পরিবারের বেশ কিছু চিত্র ধরা পড়েছে এই ওয়েব সিরিজে।
বাড়ির দুর্গাপুজো মানে পরিবারের সদস্যরা এক জায়গায় হওয়া। কর্মসূত্রে শহরের বাইরে থাকলেও এই সময়টা সেই মাটির টানে ঘরে ফিরে আসতে হয়। এই ওয়েব সিরিজেও দেখা যাবে সারা বছর পড়াশোনা কিংবা কাজের সূত্রে থাকা সদস্য বাড়ির পুজোয় সামিল হন। বছরের এই একটা সময় সপরিবারে উৎসবে মেতে ওঠার।উৎসবের পরে ঠিক কী হয়, সেটাও দেখা যাবে আড্ডা টাইমসের এই সিরিজে।

কাহিনী ও পরিচালনায় অভিনন্দন দত্ত।অভিনয়ে কৌশিক সেন, ঋতব্রত মুখার্জ্জী, বিমল চক্রবর্তী, সেঁজুতি মুখার্জ্জী, ঐশ্বর্য সেন, অবন্তী দত্ত, শ্রেয়া ভট্টাচার্য্য, ঈশানি সেনগুপ্ত, সত্যম ভট্টাচার্য্য, জীবন সাহা, দেবযানী দত্ত, পারমিতা মুখার্জ্জী, তপতী মুন্সী, অর্পণ গড়াই, শিল্পি দাস, দোয়েল রায় নন্দী, সৌরভ ও অন্যান্যরা।
ছবির অন্যতম আকর্ষণ হলো ঋতব্রত ও ঐশ্বর্য্যের রসায়ন। এই প্রথম একপর্দায় দুজনকে দেখা যাবে। ট্রেইলার দুজনের রসায়নও চোখে পড়ার মতো।
