কবে নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করবেন শাহরুখ খান? এই প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে অপেক্ষায় কিং খানের ভক্তরা।২০১৮-য় বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ-অনুষ্কা অভিনীত ‘জিরো’। তারপর মাঝে একটা গোটা বছর কেটে গিয়েছে। কিন্তু বলিউডের রোম্যান্টিক হিরোর দু’হাত তোলা সেই সিগনেচার স্টাইল দেখার সুযোগ হয়নি দর্শকদের। তবে এবার হয়তো প্রতীক্ষার অবসান ঘটবে। কারণ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে ফিরছেন শাহরুখ।ফ্লোরে নামতে অন্তত ২০২১-এর মাঝামাঝি।
এদিকে আগামী বছরের জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ খান। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই সিনেমার পরে ‘সানকি’তে দেখা যাবে তাকে।
GIPHY App Key not set. Please check settings