হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন বৌদি ‘মৌ বৌদি’ ।প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রী মনামী ঘোষ। । এর আগে ‘উমা বউদি’ হয়ে ‘দুপুর ঠাকুরপো’দের ঘুম কেড়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তারপর ‘ঝুমা বউদি’ হয়ে উষ্ণতা ছড়ান মোনালিসা (Monalisa)। ফ্লোরা সাইনি (Flora Saini) হয়েছিলেন ‘ফুলওয়া বউদি’।
এবার হাজির ‘মৌ বৌদি’ মুক্তি পেয়েছে টিজার পোস্টার । টিজার পোস্টারে মনামীর মুখ দেখা যাচ্ছে না। কোমরের একপাশে গোঁজা একগুচ্ছ চাবি ও ‘বাম্পার জ্যাকপট’-র লটারির টিকিট। হাতে শাঁখা-পলার সঙ্গে রয়েছে কাঁচের চুড়ি। ওয়েব সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাহানা দত্ত ও পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল ।
জুন মাসের শেষেই হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘মৌচাক’।
GIPHY App Key not set. Please check settings