পর পর সাত সপ্তাহ ধরে জি বাংলার ‘মিঠাই’-র (Mithai) মাথায়ই উঠেছে সেরার শিরোপা। রেটিং চার্টে এবারও ১ নম্বরে ‘মিঠাই’। জনপ্রিয় এই মেগার প্রাপ্তি ১০.৮। যুগ্ম দ্বিতীয় স্থানে ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu)ও ‘কৃষ্ণকলি’ (Krishnokoli) পেয়েছে ৮.৩। তৃতীয় স্থানে খড়কুটো’ (Khorkuto) পেয়েছে ৭.৯। চতুর্থ স্থানে ‘করুণাময়ী রাণী রাসমণি’ (Korunamoyee Rani Rashmoni) পেয়েছে ৭.৮।
রেটিং চার্টে এবার গত কয়েক সপ্তাহ থেকে খারাপ স্কোর করেছে জি বাংলার ধারাবাহিক পঞ্চম ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki)পেয়েছে ৭.৭ নম্বর। ষষ্ঠ স্থানে উঠে এসেছে ‘মহাপীঠ তারাপীঠ'(Mahapeeth Tarapith), প্রাপ্ত নম্বর ৭.৫।এরপর আছে যথাক্রমে,গঙ্গারাম’ (সপ্তম)- ৭.১, ‘শ্রীময়ী’ (অষ্টম) – ৬.৮, ‘ডান্স বাংলা ডান্স’ (নবম) – ৬.৭ এবং যুগ্ম দশম ‘দেশের মাটি’ ও ‘খেলাঘর’- ৬.২। তো বলাই বাহুল্য এই সপ্তাহেও এগিয়ে রয়েছে জি বাংলা ৫৯৩ নম্বরে। অন্যদিকে স্টার জলসার প্রাপ্ত নম্বর ৫৬৮।
GIPHY App Key not set. Please check settings