মুক্তি পেল ‘নির্ভয়া’র ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হিয়া দে, প্রিয়াঙ্কা সরকার এবং গৌরব চক্রবর্তী। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী,শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। এই ছবি থেকেই ডেবিউ করছেন হিয়া দে। টেলিভিশনের পর্দায় ‘পটলকুমার গানওয়ালা’, ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক।প্রথম ছবিতেই বেশ চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে আসছেন ছোটপর্দার ‘পটল’। এক নাবালিকা গণধর্ষিতা হওয়ার পর কীভাবে বদলে যায় তার জীবন সেটা নিয়েই তৈরি হচ্ছে ‘নির্ভয়া’।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র । ছবি পরিচালনায় অংশুমান প্রত্যুষ। ট্রেলার ইতিমধ্যেই ভাল লাগছে দর্শকের।

প্রত্যুষ এন্টারটেইনমেন্ট এবং এএমআরআইকে এন্টারটেইনমেন্ট স্পেসের প্রযোজনায় আসছে এই ছবি।
