” তখন কুয়াশা ছিল” সিনেমার ট্রেইলার লঞ্চ হয়ে গেল । উপস্থিত ছিলেন পরিচালক শৈবাল মিত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, বরুণ চক্রবর্তী, অঙ্কিতা মজুমদার পাল সহ বাকি কলাকুশলীরা। সৈয়দ মুস্তাফা সিরাজ এর উপন্যাস ‘তখন কুয়াশা ছিল ‘ থেকে গল্প নিয়ে পরিচালক শৈবাল মিত্র এই ছবি তৈরি করেছেন।

ছবির কেন্দ্রীয় চরিত্র জয়ব্রত ওরফে “পুটু”। তার বয়স ৪৫ বছর, সহজ-সরল প্রকৃতির এবং পশ্চিমবঙ্গের একটি শহরতলির একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন স্নাতক এবং এখনও বেকার, পুটুর অনেক কিছুই করার ছিল না। তিনি শহরের লোকদের মধ্যে জনপ্রিয় ছিলেন কারণ তিনি সর্বদা তার শহরের লোকদেরকে তাদের ঘরোয়া কাজ করে সাহায্য করতেন। স্থানীয় স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক অখিলবন্ধু সবসময় পুটুকে আকৃষ্ট করতেন, অখিলের সাথে পুটুর ঘনিষ্ঠতার পিছনে আরেকটি কারণ ছিল অখিলের সুন্দরীর নীরব উপস্থিতি।
এর পর কি হল বিশদে জানতে হলে অবশ্যই দেখতে হবে ” তখন কুয়াশা ছিল” সিনেমাটি ।সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি ‘তখন কুয়াশা ছিল’ আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।
P.C : BULAN
