সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর আগামী ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র (Jai Kali Kalkatte Wali) জোরকদমে চলছে ছবির শুটিং । চক গড়িয়ার একটি সবুজে ঘেরা ক্লাবে চলছে কয়েকটি দৃশ্যের শুটিং ।
এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন নুসরত জাহান (Nusrat Jahan) এবং সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।

রাকা এবং অনীশের চরিত্রে দেখা যাবে সোহম এবং নুসরতকে ।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে সুজয়ের চরিত্রে রয়েছেন সোমরাজ মাইতি এবং মিলির চরিত্রে সুস্মিতা চট্টোপাধ্যায় । অন্য চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, রিচা শর্মা , কাঞ্চন মল্লিক, সুমিত সমাদ্দার, পদ্মনাভ দাশগুপ্ত, সুদীপ মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্য ।ছবির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি । সম্পাদনায় সুজয় দত্তরায় ।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ।
P.C : Bulan Ghosh
