বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মানালি দে। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মানালি। করোনার জেরে ঘরোয়া পরিবেশেই বিয়ে সেরে ফেলেন অভিনেত্রী এবং পরিচালক জুটি।

করোনা এবং লকডাউনের আবহে সম্প্রতি আইনি বিয়ে সেরে ফেলেন মানালি দে এবং অভিমন্যু মুখোপাধ্যায়।
এরপর সোমবার এক্কেবারে কাছের মানুষদের সামনে মালাবদল করে বিয়ে সেরে ফেলেন মালানি দে এবং অভিমন্যু মুখোপাধ্যায়। সোশ্যাল সাইটে মানালি এবং অভিমন্যুর বিয়ের ছবি প্রকাশ পেতেই ভক্তরা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন। জনপ্রিয় জুটিও অনুরাগীদের শুভেচ্ছা এবং ভালবাসায় কার্যত আপ্লুত।
