‘চিনি’র পর এবার একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে ছবি বানালেন পরিচালক মৈনাক ভৌমিক (Mainak Bhaumik)। ছবির নাম ‘একান্নবর্তী‘। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy), অলকানন্দা রায় (Alaknanda Roy) ও সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), অনন্যা সেন (Ananya Sen)।ছবির প্রযোজনা সংস্থা SVF-র তরফে সেই ছবি পোস্টারই সামনে এসেছে ।

দুর্গাপুজোর পটভূমির উপর তৈরি হবে ছবির গল্প। যেখানে দেখা যাবে কোনও একসময় একসঙ্গে পাশপাশি থাকা যৌথ পরিবার আজ কালের নিয়মে আলাদা। দুর্গাপুজোকে ঘিরেই তাঁরা মিলিত হয়। তারপর সেখান থেকেই এগোবে ছবির গল্প।
‘একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন’ ছবির সঙ্গীত পরিচালনা করছেন প্রসেন এবং ক্যামেরার দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ চৌধুরি। গত জুলাই থেকে শুরু হয়েছিল ছবির শ্যুটিং । সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
Comments
Loading…