অঙ্কুশের সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধলেন ঐন্দ্রিলা সেন। । নন ফিকশন শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের পারফরম্যান্স এরআগেও তাক লাগিয়ে দিয়েছে দর্শককে। কিন্তু সিরিয়ালে কাজ করলেও এর আগে সিনেমায় কাজ করেননি ঐন্দ্রিলা। এবার পরিচালক রাজা চন্দের ম্যাজিক দিয়েই ডেবিউ হচ্ছে তাঁর।
বড় পর্দায় অঙ্কুশের সঙ্গেই ইনিংস শুরু করলেন তিনি। ছবিতে তাঁদের চরিত্রের নাম ইন্দ্রজিৎ ও কৃতি। ট্রেইলারে অঙ্কুশকে একজন ম্যাজিশিয়ান এর ভূমিকায় দেখা গেছে এবং বেশ অন্যরকম লাগছে তাকে।প্রেমের গল্প হলেও তার সঙ্গে থাকছে থ্রিলারের ফ্লেভারও।এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে । অগস্ট থেকে শ্যুটিং শুরু হয়েছিল ম্যাজিকের। কলকাতাতেই হয়েছে ছবির বেশিরভাগ শ্যুটিং। অঙ্কুশ-ঐন্দ্রিলা-পায়েল ছাড়াও আছেন দেবশঙ্কর হালদার, বিদীপ্তা চক্রবর্তী, পিয়ান সরকার প্রমুখ।
দেখে নিন ছবির ট্রেইলার
GIPHY App Key not set. Please check settings