Enterr 10 Bangla-য় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘রোজা’।খুনসুটি, রাগ,অভিমান মাখা এক অবুঝ প্রেমের গল্প নিয়ে আসছে ‘রোজা’।রোজা খুব ধনী বাড়ির মেয়ে।রোজার বাবা একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট,মা নৃত্যশিল্পী।বাবা মায়ের একমাত্র মেয়ে রোজা।খুব আদুরে,ইনডিসিপ্লিন্ড।রোজার কাকা ডাক্তার,কাকিমা প্রফেসর।এহেন পরিবারের রোজা প্রেমে পড়ে সাধারন বাড়ির এক ছেলে সমুজ্জলের।
রোজা’র কাহিনি লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়।চিত্রনাট্য লিখেছেন অর্পিতা।’রোজা’র চরিত্রে অভিনয় করছেন পিয়া দেবনাথ এবং সমুজ্জলের চরিত্রে আছেন অর্ণব চৌধুরী।সমুজ্জলের বাবার চরিত্রে অভিনয় করছেন রাহুল চক্রবর্তী, মায়ের চরিত্রে আছেন রাজশ্রী ভৌমিক।
জ্যেঠু জেঠিমার চরিত্রে আছেন মিলন রায় চৌধুরী ও রেশমি সেন।ধীমান ভট্টাচার্য আছেন কাকার চরিত্রে, অনিন্দিতা দাস আছেন কাকিমার চরিত্রে।দাদার চরিত্রে অভিনয় করছেন শুভান রায়।বৌদির চরিত্রে দেখা যাবে পৌলমি দাসকে।সমুজ্জলের বোনের চরিত্রে আছেন নিশান্তিকা দাস।
মেগাটির পরিচালনা করছেন প্রবীর গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় অর্ক গঙ্গোপাধ্যায়।মেগাটি ১৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত ৮.৩০ এ দেখা যাবে শুধুমাত্র Enterr 10 Bangla-য়।
GIPHY App Key not set. Please check settings