ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জি প্রতি বছর পুজোতেই নতুন নতুন চমক নিয়ে আসেন
তার পােশাকে, তার ইউনিক কালেকশনে। এই করােনা পরিস্থিতিতেও তার ব্যাতিক্রম
হয়নি। এবছরও দুর্গাপুজোর জন্য প্রমিত মুখার্জির ফ্যাশন ব্র্যান্ড ‘ তসম অভিনব পুজো
কালেকশন নিয়ে আসতে চলেছে। একেবারে বাচ্চা থেকে মধ্যবয়সী পর্যন্ত নারী পুরুষ
নির্বিশেষে উভয়ের জন্যই পােশাকের কালেকশন নিয়ে আসছে ব্র্যান্ড তস।
প্রতি বছর
বিশেষভাবে পুরুষদের পােশাকের কালেকশন নিয়ে এলেও প্রমিত মুখার্জি এই প্রথমবার
নারীদের জন্য নিজের হাতে নানা ধরনের পােশাকের ডিজাইন করেছেন। এটাই হচ্ছে এ
বছরের বিশেষত্ব। যেহেতু দুর্গাপুজো, তাই প্রমিত মুখার্জির কালেকশনে, দেব দেবীর
সাজে সেজে উঠবেন মডেলরা। দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ও মডেল সুচরিতা
চক্রবর্তীকে। নানা বয়সের নারী-পুরুষ উভয়ের ডিজাইনার পােশাকে সেজে উঠবেন
অভিনেতা প্রতীক, অ্যাথলিট প্রবীর সরকার, অজন্তা, সঞ্চিতা মিত্র, প্রীতম মুখার্জি, আন্বেষা
ঘােষ, অহনা, অমৃতা, দেবাশিস দাস প্রমুখ। এই সব অভিনব পােশাকের কালেকশন লঞ্চ
করা হবে প্রমিত মুখার্জির অফিশিয়াল ওয়েবসাইটে (www.tasamm.in)। যে কেউ
এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি পছন্দের পােশাক সংগ্রহ করতে পারবেন।

