পরিচালক সৈকত দাস বানিয়েছেন পনেরো মিনিটের ছোট ছবি ‘অন্তরতর’৷ সম্প্রতি পার্কস্ট্রিটের জর্জ ইনস্টিটিউটে হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং ৷ উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত , শ্যামশ্রী রায়চৌধুরী , গ্রান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া , বিদীপ্তা চক্রবর্তী , শর্টফিল্ম এর পরিচালক সৈকত দাস প্রমুখ ।
ছবির কাহিনি শ্যামশ্রী রায়চৌধুরীর । পাশাপাশি চিত্রনাট্য, গানের কথা ও সুর তাঁরই ।ভালোবাসার পূর্ণতা কি শুধুই বিয়েতে? নাকি ভালোবাসাকে অন্যভাবেও সংজ্ঞায়িত করা যায়? তারই উত্তর দেবে ‘অন্তরতর’ ।বাণী এবং আবিরের চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী এবং অরিন্দম গঙ্গোপাধ্যায় ।ছবির একটি পোস্টারও প্রকাশ করা হয় এই বিশেষ অনুষ্ঠানে ৷
Comments
Loading…