এ.এন. প্রোডাকশন প্রযোজিত নতুন শর্টফিল্ম “মায়াঙ্কুর” ।এটি একটি “সাইক্রিয়াটিক থ্রিলার” ।
কে মায়া আর কে সত্যি? কোনটা ঠিক ও কোনটা ভুল? সব রহস্য ভেদ হবে শীঘ্রই ।
এই শর্টফিল্মটিতে অভিনয় করতে দেখা যাবে- গুড্ডু, সঞ্চিতা রায়, প্রণয় গুপ্তা, হুসেন মুস্তাফি, অভিজিৎ ভট্টাচার্য, জয়ন্ত পর্বত, সোলাঙ্কি ঘোষ, সুমন দে এবং কঙ্কন কুমার রায় প্রমুখকে । শর্ট ফিল্মটি পরিচালনা করছেন স্বস্তিকা রায়।ছবিটির সহযোগী পরিচালক চয়ন মুখার্জী । ছবির আবহসঙ্গীতে রয়েছেন দেবজিত মল্লিক, সিনেমাটোগ্রাফিতে আছেন মৃত্যুঞ্জয় রায়, ইন্দ্রজিৎ মিত্র, স্বপন মাহাতো, সুমন্ত ঘোষ, জয়ন্ত পর্বত ও নীলাঞ্জনা চ্যাটার্জী । গল্পটি লিখেছেন প্রিয়ানা চক্রবর্তী, নীলাঞ্জনা চ্যাটার্জী, স্বস্তিকা রায় ও গুড্ডু ।
শর্টফিল্মটির শ্যুটিং হয়েছে, লে ক্যাফে সিনে, আর্মহাস্ট স্ট্রীট এবং সল্ট লেকে।
শীঘ্রই রিলিজ হচ্ছে, মায়াঙ্কুর।
GIPHY App Key not set. Please check settings