in

আসছে উত্তম কুমারের বায়োপিক ছবির নাম “অচেনা উত্তম”

মহানায়ক উত্তম কুমারের বায়োপিক তৈরি করছেন পরিচালক অতনু বোস ছবির নাম ‘অচেনা উত্তম’। বুধবার ৩ মার্চ কলকাতার একটি হোটেলে হয়ে গেলো ছবির শুভ মহরত । উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। সুচিত্রা সেন হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

গৌরী দেবী হচ্ছেন শ্রাবন্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকায় দিতিপ্রিয়া রায়কে আর সুপ্রিয়া দেবী হচ্ছেন নবাগতা সায়ন্তনী রায় চৌধুরী।এছাড়াও সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ী , তরুণ কুমারের ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসুকে । উত্তমকুমারের ছেলে গৌতমের চরিত্রে অভিনয় করছেন অনুভব কাঞ্জিলাল।

আগামী মাস থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন অলকানন্দ আর্টস। এই ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সুপ্রিয় দত্ত, সংগীত পরিচালনা করছেন উপালি। সম্ভবত পুজোতেই অচেনা উত্তম (Achena Uttam) রিলিজের পরিকল্পনা রয়েছে জানালেন প্রযোজক ।

 

ছবি সৌজন্যে :বুলান

Report

What do you think?

101 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

Kolkata’s Iconic Metro Cinema is Back – Metro INOX Now Open

Short Film “Bidyang Dehi” celebrates International Women’s Day with a Powerful Message of Empowerment