সুশান্ত মৃত্যুর পর প্রত্যেকদিনই নতুন কোনও নাম প্রকাশ্যে আসছে। এবার দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নাম জড়িয়েছে সুশান্ত কাণ্ডে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে আরও এক চাঞ্চল্যকর খবর। এক বেসরকারি সংবাদমাধ্যমের দাবি, মৃত্যুর পাঁচ দিন আগে দিদি মীতু সিংকে (Meetu Singh) মেসেজ পাঠিয়েছিলেন ভীত-সন্ত্রস্ত সুশান্ত। লিখেছিলেন, “ভয় লাগছে, আমাকে মেরেই ফেলবে”।
৯ জুন দিদি মীতুকে এই SOS মেসেজটি পাঠিয়েছিলেন সুশান্ত। ঠিক তার আগেরদিনই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের (Disha Salian) বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর খবর মেলে। এই সময় রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty) সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে চলে যান। কেন ভয় পাচ্ছিলেন সুশান্ত? কে বা কারা তাঁকে মেরে ফেলবে? মীতুকে পাঠানো মেসেজ ফের এই প্রশ্ন তুলে দিল।
GIPHY App Key not set. Please check settings