বাংলাদেশে নিজের বাড়িতেই রয়েছেন অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। গৃহবন্দি পরিস্থিতিতে ঘরকন্নার কাজ, পরিবারের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে রাস্তার অভুক্ত কুকুরদের নিজে হতে রান্না করে খাওয়ানোর মতো অনেক কাজই করেছেন। এবার মাত্র ১৫ দিনে ছোট্ট ইউনিট নিয়ে শুট করে ফেললেন আস্ত একটা ফিচার ফিল্ম।
থ্রিলারধর্মী ছবি। জটিল মনস্তত্ত্বের বিষয় নিয়ে নাড়াচাড়া করে এই ছবির গল্প। শুট হয়ে গিয়েছে। তবে ছবির নাম আর মুক্তির দিনক্ষণ এখনও ঠিক হয়নি, জানালেন অভিনেত্রী নিজেই।
সিনেমার পরিচালক ওপার বাংলার পিপলু আর খান। দ্বিতীয় ছবি হলেও তাঁর পরিচালনায় প্রথম ফিচার ফিল্ম। আর সেখানেই অতিমারীর ভয়কে তোয়াক্কা করে সতর্কতা অবলম্বন করে অভিনয় সেরে ফেললেন জয়া।
GIPHY App Key not set. Please check settings