বাংলা সাহিত্য ও সিরিয়ালে মহিলা রহস্যসন্ধানী থাকলেও সিনেমায় মহিলা সত্যান্বেষী সংখ্যায় কম পেয়েছি আমরা। আর বাংলা ওয়েবের জগতে? না, বিরাট উল্লেখযোগ্য কেউ নেই এখনও পর্যন্ত। নেটফ্লিক্স-আমাজনের দৌলতে আমরা অহরহ ইংরেজি বা অন্য বিদেশি ভাষার ক্রাইম-থ্রিলার বা রহস্য সমাধানের সিরিজ দেখছি, যেখানে মেয়েরাই তদন্তে ‘লিড’ করছে। কিন্তু বাংলায় কোথায়? সবকিছু ঠিকঠাক চললে এবারে ঠিক সেটাই ঘটতে চলেছে। বাংলায় ওয়েবে আত্মপ্রকাশ করতে চলেছে হইচই-এর প্রথম মহিলা ডিটেকটিভ ফ্র্যাঞ্চাইজি- ‘দময়ন্তী’! ‘দময়ন্তী’র ভূমিকায় অভিনেত্রী তুহিনা দাসকে (Tuhina Das)। তিনি এই ওয়েব সিরিজের ‘নায়ক’ বলা চলে। শুক্রবার প্রকাশ্যে এল পোস্টার।
শোনা যাচ্ছে, সিরিজটির সৃজনের দায়িত্বে অরিত্র সেন ও রোহন ঘোষ। একটি বাংলা বই থেকে অনুপ্রাণিত এই ‘দময়ন্তী’র কাহিনি। কেমন সেই দময়ন্তী? সম্ভবত, ইতিহাসের অধ্যাপক তিনি। কম্পিউটার হ্যাকিংয়ে তীব্র মস্তিষ্ক তাঁর। তিনি বিবাহিত। ঘরকন্নার কাজে তিনি ঠিক যতটা পারদর্শী, ততটাই তাঁর সমান প্যাশন মনস্তাত্ত্বিক জটিল কেসের সমাধানে। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে ইন্দ্রাশিস রায়কে।

GIPHY App Key not set. Please check settings