ওয়েবে সিরিজে ডেবিউ করলেন ঋত্বিক চক্রবর্তী। বহুদিন ধরেই তাঁর ভক্তরা অপেক্ষা করে ছিল তাকে ওয়েব সিরিজে দেখার জন্য। ইতিমধ্যেই সাহানা দত্ত প্রযোজিত ‘গোরা’র শুটিং শুরু করে দিয়েছেন তিনি। আর তার পরই অক্টোবরে রোহন ঘোষ এর নির্দেশনায় আরও একটি ওয়েব সিরিজে কাজ শুরু করবেন তিনি।

জানা গেছে রোহানের সেই ওয়েব সিরিজের নাম সম্ভবত হতে চলেছে ‘মুক্তি’।অসমবয়সি এক দম্পতিকে দেখানো হবে গল্পে। সেখানে ঋত্বিকের বিপরীতে থাকছেন দিতিপ্রিয়া।এছাড়া ছাড়াও অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে ।
মেদিনীপুরের পটভূমিকায় তৈরি গল্পটির শুটিংয়ে কোনও ফাঁক রাখতে চান না রোহন। সিরিজ়ের জন্য যথেষ্ট রিসার্চ ওয়ার্কও করেছেন তিনি। আগামী ২৬ জানুয়ারি, জ়ি ফাইভে সিরিজ়টি দেখা যাবে বলে জানা গেছে ।
