পরিচালক রাজর্ষি দে নতুন ছবি মায়া। ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এটিই তাঁর প্রথম ছবি ভারতে । এই ছবিতে তনুশ্রী চক্রবর্তীকেও দেখা যাবে লেডি ম্যাকবেথের চরিত্রে।কমলেশ্বর মুখোপাধ্যায় রয়েছেন প্রধান নেগেটিভ চরিত্রে । ছবিতে মাইকেলের চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে । একদম ভিন্ন লুকে দেখা যাবে অনিন্দ্যকে।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে ।মায়াঙ্ক শর্মার চরিত্রে দেখা যাবে রাহুল ব্যানার্জীকে ।
প্রথমবার সমকামী চরিত্রে দেখা যাবে দেবলীনা কুমারকে। রয়েছেন রাতাশ্রীও।সুদীপ্তা ব্যানার্জীর চরিত্রের নাম মাহি। যিনি পেশায় বার ডান্সার। এছাড়াও রয়েছেন রনিতা দাশ , রিচা শর্মা ও সায়ন্তনী গুহঠাকুরতা।
১৯৮৯ সালের কলকাতা শহর থেকে এই গল্পের শুরু। যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শেকল ভাঙার প্রেরণা জোগায় অন্য নারীদের— সেই গল্পই বলবে ‘মায়া’
ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য । গান গেয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপঙ্কর বাগচি (Rupankar Bangchi), সোমলতা আচার্য (Somlata Acharya)। একগুচ্ছ টলি তারকাদের নিয়ে রাজর্ষি দে-র ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ এখন মুক্তির অপেক্ষায়। সব ঠিক থাকলে চলতি বছরেই পরপর মুক্তি পাবে, ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ এবং ‘মায়া’।
GIPHY App Key not set. Please check settings