জয়া নাগ… নাম টা এখন সঙ্গীত মহলে বেশ পরিচিত, সেই যে পুরুলিয়ার দুরন্ত অগ্নিকন্যা… তার কথাই বলছি, সম্প্রতি মুক্তি পেলো তার প্রথম বাংলা মৌলিক গানের মিউজিক ভিডিও, “চেনা দরজা”। গানটির সুরকার ও গীতিকার হলেন শ্রী অঞ্জন মজুমদার মহাশয় এবং গানটির অ্যারেঞ্জমেন্ট করেছেন শ্রী দীপঙ্কর ভাস্কর মহাশয়। ভিডিওটি তৈরি করেছেন এস. ডি. পি ভেঞ্চার্সের কর্ণধার শ্রী শুভাশিস দত্ত। অ্যাট্লান্সিস মিউজিকের কর্ণধার শ্রী জয়দীপ চ্যাটার্জি “অ্যাট্লান্সিস মিউজিকের” পক্ষ থেকে তাদের ইউটিউব চ্যানেলে রিলিজ করেন গানটি । এছাড়াও গানটি শোনা যাচ্ছে সমস্ত অডিও প্ল্যাটফর্মেও।
জয়া’র “চেনা দরজা” মাত্র ১০ ঘন্টার মধ্যেই ইউটিউবে প্রায় ৬০০০ ভিউ অতিক্রম করেছে যা সত্যিই দৃষ্টনিয়, এবং বহুল জনপ্রিয় হয়েছে শ্রোতাদের কাছে, শুধু ভারতেই নয় ” চেনা দরজা ” কাঁটা তারের বেড়া পেরিয়ে কেড়েছে বাংলা দেশের শ্রোতাদের মনও।বিশেষত জয়া তার গানের ভার্সেটাইলিটির জন্যেই আরও বেশি করে জায়গা করে নিয়েছেন শ্রোতাদের মনে। গানটির গায়কি ও অভিনয়ে শিল্পীর এক্সপ্রেশন, ইমোশন সবার চোখের কোণে জল এনে দিয়েছে, তারা যেন সত্যি হারিয়ে গেছিল জয়া’র সাথে… আর এই গানটির প্রশংসা করেছেন অনেক সঙ্গীত ব্যক্তিত্ব ।
GIPHY App Key not set. Please check settings